জঙ্গি সংগঠন আরএসও’র ফাঁদে সাধারণ রোহিঙ্গারা

মিয়ানমারভিত্তিক জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সন্ত্রাসী কার্যক্রম রুখতে প্রায়ই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান চালায়। বিপথে পড়ে সাধারণ রোহিঙ্গারা।

তখন তারা বাড়িঘর ছেড়ে জড়ো হয় বাংলাদেশ সীমান্তে। ফলাও করে বিশ্বের সংবাদমাধ্যমগুলো এই রোহিঙ্গাদের অমানবিক জীবন নিয়ে খবর প্রকাশ করে। আর এই গণমাধ্যমের খবরগুলো সংগ্রহ করে সাধারণ রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে বিদেশ থেকে ফান্ড আদায় করে জঙ্গি সংগঠন আরএসও।

এভাবে বছরের পর বছর ধরে নিজেদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে জঙ্গিরা গুটি হিসেবে ব্যবহার করছে সাধারণ রোহিঙ্গাদের। আরএসও বাহিনীর এই ফাঁদ থেকে বের হতে পারেনি সাধারণ রোহিঙ্গার বাবা, তার বাবা ও তার দাদারা।

Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *