X

শেকড় কী শুধুই গ্রামে?

Dhaka cityscape.

ঈদ এলেই চিরন্তন শিরোনাম ‘শেকড়ের টানে ছুটছে মানুষ’ অথবা ‘নাড়ির টানে ঘরমুখী মানুষ’। শেকড় কি শুধু গ্রামে থাকে, ঢাকায় কি কোনো শেকড় নেই?। ঢাকায় যাদের জন্ম ও বেড়ে ওঠা তাদের শেকড় কোথায় কিংবা যে মানুষটা ২৫-৩০ বছর ধরে ঢাকায় থাকে তার কি কোনো শেকড় ঢাকায় জন্মায় না, তৈরি হয় না কোনো নাড়ির টান ঢাকার জন্য?

জীবিকা কিংবা অন্য যেকোন কারণেই হোক যে মানুষটা জীবনের অর্ধেকটা সময় এই নগরীতে কাটিয়ে দেন ঢাকার সঙ্গে তার কি কোনো আত্মীয়তা তৈরি হয় না? কংক্রিটের নগরীতে মানুষ কী শুধুই প্রয়োজন মেটাতে আসে? প্রয়োজন শেষে আবার স্বার্থপরের মতো চলে যায়?

জীবিকার জন্য ঢাকায় থাকা, একটা ভাল চাকরির পেছনে ছুটা, উন্নত লাইফস্টাইল, সুন্দর ভবিষ্যতের সোপান সবই ঢাকায়। কিন্তু একটু ফাঁক পেলেই দে দৌড় গ্রামে। যেন বিত্তের জন্য ঢাকা আর চিত্তের জন্য শুধুই গ্রাম।

Abdur Razzak Sarker Raz :