X

করোনাভাইরাস ও গুজব থেকে সাবধান

করোনাভাইরাস নিয়ে কিছু গুজব দেখে মনে হচ্ছে- প্রকাশ্যে কেউ হাঁচি দিলেই এই আবেগি জাতি করোনাভাইরাস সন্দেহে তাকে পেটানো শুরু করবে। যুক্তরাষ্ট্রের সিডিসি’র ওয়েবসাইট থেকে যা বুঝলাম-যেসব ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত তাদের এই ভাইরাস নিয়ে উদ্বেগের কিছু নেই। এখন পর্যন্ত করোনাতে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আশ্চার্যের বিষয় গণমাধ্যমে শুধু করোনা আক্রান্ত ব্যক্তিদের খবর প্রকাশিত হচ্ছে কিন্তু অনেকেও যে সুস্থ হচ্ছেন তা নিউজে জায়গা পাচ্ছে না। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির ৬ ফিট দূরে থাকলেই আপনি নিরাপদ। কুর্মিটোলা হাসপাতাল ও আশকোনা ক্যাম্পে চীনফেরতরা সুস্থ থাকা সত্বেও তাদের নিয়ে আপনার শঙ্কাটা অমূলক ও অপ্রয়োজনীয়। সৃষ্টিকর্তা এই আবেগি জাতিকে গুজব ও করোনা থেকে মুক্ত রাখুক। আমিন। ছবি: রয়টার্স

Abdur Razzak Sarker Raz :