X

উবার-পাঠাওয়ে বাড়ছে জীবনঝুঁকি ও ব্যয়

মধ্যবিত্তের জীবনঝুঁকি ও ব্যয় বাড়িয়েছে উবার, পাঠাও। পঙ্গু হাসপাতালের এক চিকিৎসক ভাইয়ের তথ্যমতে, গত এক বছরে সেখানে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৩৫ শতাংশ রোগী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। আগে ২০-৩০ টাকায় বাসে/লেগুনায় দূরের গন্তব্যে যেতো মধ্যবিত্ত, সেখানে এখন ৭০-১৫০ টাকায় বাইকে যাওয়ার অভ্যস্ততা তৈরি হয়েছে। ডিসকাউন্টের নামে শুভঙ্করের ফাঁকি দিয়ে মধ্যবিত্তের পকেট কাটছে উবার, পাঠাও। তবে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিয়ে অনেকের চাকরিও বাঁচিয়েছে এই বাইকসেবা।

Abdur Razzak Sarker Raz :