X

৮০ সালের ঘুড্ডি বর্তমানের চেয়েও আধুনিক

‘ঘুড্ডি’ ছবির নাম অনেকে না জানলেও এ ছবির গান (চলো না ঘুরে আসি অজানাতে/ যেখানে নদী এসে থেমে গেছে) সবার ঠোঁটে ঠোঁটে। এই সিনেমা যতোবার দেখি ততোবার ভাবি ১৯৮০ সালে যে দেশের সিনেমা এমন সমৃদ্ধ ছিল, আজ সে দেশের সিনেমা এতো ক্ষ্যাত হয় কিভাবে? স্ক্রিপ্ট, ডায়ালগ ডেলিভারি, কস্টিউম এবং সিনেমাটোগ্রাফি- কোনো দিক দিয়েই ছবিটিকে অপছন্দ করতে পারবেন না। আমার ধারণা ‘ঘুড্ডি’ যদি রিমেক করা হয় তাহলে হলগুলোতে আবারও টিকিটের জন্য হাহাকার লাগবে।

Abdur Razzak Sarker Raz :